নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে বাবার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান (৮) নামে এক শিশু ছেলের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
বাগুডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যা অত্যন্ত দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে জাগ দেওয়া পাট বোঝাই করে বাড়ির দিকে যাচ্ছিলো। শিশুটিও ঘোড়ার গাড়ির সঙ্গে হেঁটে যাচ্ছিলো। নদী থেকে কিছুদূর সামনে গেলে শিশুটি পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে চলে যায়। গাড়ির চাকা শিশুটির পেটের ওপর দিয়ে উঠে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাদমানকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক। খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো আপত্তি না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
Advertisement
হাফিজুল নিলু/এমএন/এএসএম