মাত্র ১৩ মিনিটেই লাল কার্ড। এরপর পুরো ম্যাচই ১০ জন নিয়ে খেলতে হয়েছে জার্মানিকে। অন্য কোনো দল হলে হয়তো ভেঙে পড়তো। কিন্তু জার্মান মেয়েরা হাল ছাড়েনি। কঠিন চ্যালেঞ্জের মুখে শেষ পর্যন্ত জয় নিয়েই ফিরেছে তারা।
Advertisement
নারী ইউরোতে ১২০ মিনিটের লড়াই ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৬-৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি।
শ্বাসরুদ্ধকর এই জয়ের কৃতিত্ব দিতে হয় গোলরক্ষক অ্যান-ক্যাথরিন বার্গারকে, যিনি ক্যান্সার থেকে বেঁচে ফিরেছিলেন মাঠে। টাইব্রেকারে অসাধারণ এক সেভে জার্মানিকে জয় উপহার দিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বার্গার।
আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে জার্মান মেয়েরা।
Advertisement
মাত্র ১৩ মিনিটেই ডিফেন্ডার ক্যাথরিন হেন্ডরিচ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পেনাল্টিতে গোল খেয়ে হেন্ডরিচের উগ্র আচরণের (ফ্রান্সের গ্রিজ এমবক বাতির চুল টান) ফল ভোগ করে জার্মানি, পিছিয়ে পড়ে ১-০ ব্যবধানে।
১০ জন নিয়ে খেলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মান মেয়েরা। চাপের মুখে তারা সমতা ফেরায় ২৫ মিনিটে। ফ্রান্সের রক্ষণকে ফাঁকি দিয়ে ক্লারা বিউলের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন সিওকে নুস্কেন।
দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি পায় জার্মানি। কিন্তু নুস্কেনের শুট রুখে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক। ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে।
পেনাল্টি শুটআউটে জার্মানিকে দুর্দান্ত শুরু এনে দেন বার্গার। আমেল মাজরির পা থেকে আসা ফ্রান্সের প্রথম শুট ফিরিয়ে দেন তিনি।
Advertisement
এরপর তৃতীয় শট মিস করেন জার্মানির সারা ডেব্রিটজ। তার শুট ক্রসবারে লেগে বাইরে ছিটকে গেলে আবার সমতা ফিরে আসে। অবশেষে ফ্রান্সের সপ্তম শুট ঠেকিয়ে জার্মানিকে জয় উপহার দেন বার্গার।
ক্যান্সারের চিকিৎসাজনিত দাগ ঢাকতে হাতে “All we have is now” লেখা টেটু করিয়ে মাঠে নামেন বার্গার। দুরারোগ্য ব্যাধিকে জয় করে ফ্রান্সের ফুটবল সম্রাজ্যেও বিজয়কেতন উড্ডীন করেন তিনি। দলের পঞ্চম পেনাল্টি কিকটি নিয়ে গোলও করেন বার্গার।
টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি।
এমএইচ/