বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক বাবা ও ছেলেকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শনিবার (১৯ জুলাই) দিনগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমামা বানিন এ দণ্ডাদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক এলাকা থেকে দুইশ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতাকে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, ওই এলাকার নিকুঞ্জ মিস্ত্রির ছেলে শিবু মিস্ত্রি (৬৭) ও তার ছেলে স্বপন মিস্ত্রি (৪৫)।
Advertisement
ফাইজুল ইসলাম হৃদয় আরও জানান, গ্রেফতার বাবা ও ছেলেকে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমামা বানিনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে দোষ স্বীকারের পর বিচারক তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তদের আজ রোববার (২০ জুলাই) সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
শাওন খান/এমআরএম
Advertisement