দেশজুড়ে

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঋণের দায়ে আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি কীটনাশকপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।

Advertisement

শনিবার (১৯ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।

নিহতের ছেলে মাসুদ জানান, তিনটি এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে তার বাবা ১৫ লাখ টাকা ঋণ করেছেন। পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। দুপুরে ঘরে থাকা ফসলি জমির কীটনাশক পান করেন তিনি। জানতে পেরে দ্রুত কাশিনগর বাজারে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরেফিন সালেহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারলাম ধারদেনা করে আমির হোসেন হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

জাহিদ পাটোয়ারী/এমআরএম