কক্সবাজারের চকরিয়ায় এনসিপির মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর করে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি। এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’
Advertisement
শনিবার (১৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপির নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকবেই, কিন্তু সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়। আজকে যেভাবে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে হামলা হয়েছে, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘বিএনপি আজ নিজেদের নেতাদের সমালোচনার ঊর্ধ্বে ভাবছে, যেভাবে আওয়ামী লীগ শেখ মুজিব ও শেখ হাসিনাকে ‘সেক্রেড’ বানিয়েছিল। বিএনপিও এখন দ্বিতীয় সারির নেতা সালাহউদ্দিন আহমদের সমালোচনাকে সহ্য করতে পারছে না। এর ফলে এনসিপির ওপর হামলা চালানো হয়েছে, যা নতুন এক স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে।’
Advertisement
‘চকরিয়ার সমাবেশে এনসিপি নেতারা কারও নাম উল্লেখ করেননি। বরং সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছিলেন। তা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে হামলা চালানো হলো। তাহলে কী জনাব সালাহউদ্দিন আহমদ এসব চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত?’
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘অসহিষ্ণু ও আক্রমণাত্মক রাজনীতি থেকে বেরিয়ে আসুন। মানুষ এখন ইতিবাচক রাজনীতি চায়। জুলাইয়ের অভ্যুত্থানের পর জনগণ সহিংসতা আর দেখতে চায় না। কর্মীদের সংযত করুন এবং গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করুন।’
এএএম/এমএএইচ/
Advertisement