ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ অংশ নিলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সফল হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
Advertisement
শনিবার (১৯ জুলাই) ডিএসসিসি অঞ্চল-৬ এর ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে (নন্দীপাড়া-নাসিরাবাদ এলাকা) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এ কথা বলেন। পরিচালিত এ অভিযানে স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থানা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা ও বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হয়।
মো. শাহজাহান মিয়া বলেন, ‘আমরা সম্মানিত নাগরিকদের দুয়ারে দুয়ারে এসেছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ অংশ নিলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সফল হবে। এছাড়া নবগঠিত ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়নে বিশেষ উদ্যোগ গৃহীত হবে।
Advertisement
পরে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘আমরা যদি নিজ আঙিনা পরিষ্কার রাখি, যত্রতত্র ময়লা না ফেলি তাহলে সিটি করপোরেশনের কাজ সহজ হয়ে যায়। জনগণের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে পরিচ্ছন্ন নগর ও দেশ গড়া সম্ভব।
পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমএমএ/এমএএইচ/
Advertisement