হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেছেন, ফের কোনো ফ্যাসিস্ট যেন জুলুম করতে না পারে সেজন্য সতর্ক থাকুন। ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই।
Advertisement
শনিবার (১৯ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
মহিউদ্দিন রব্বানী বলেন, শাপলা চত্বরে আলেম-ওলামায়েকেরাম জুলুমের শিকার হয়েছিলাম। সেই ফ্যাসিস্টকে চিরতরে বিদায় করেছি। সামনেও সব দল-মত নির্বিশেষে সবাই ঐক্য থাকেন, ঐক্যের বিকল্প নেই। আর যদি কোনো কারণে ফ্যাসিস্ট আবারও কিছু করে ফেলে তার সব দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে।
তিনি বলেন, ইসলামী শক্তিসহ সবাইকে ঐক্য থাকতে হবে। শাপলা চত্বরের ঘটনার বিচারে কমিশন করতে হবে, হেফাজতের নেতাদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার অফিস এ দেশে হবে এটা মানবো না। মানবাধিকারের নামে কোরআন সুন্নাহ বিরোধীকে বরদাস করা হবে না। মানবাধিকার ফিলিস্তিনের গণহত্যা নিয়ে কি করে প্রশ্ন রাখেন তিনি।
Advertisement
ইএআর/এমএএইচ/