গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের গতি। পাশাপাশি বাজার মূলধনের বড় উত্থান হয়েছে। এ ঊর্ধ্বমুখী বাজারে দাম বাড়ার ক্ষেত্রে সব থেকে বড় দাপট দেখিয়েছে অ্যাপেক্স স্পিনিং।
Advertisement
এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে এই কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহের শীর্ষে চলে আসে। এতে সপ্তাহজুড়ে দাম বেড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটির শেয়ার।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯০টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৪টির। আর ৮০টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেয়া ৭৩ দশমিক ৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।
এমন ঊর্ধ্বমুখী বাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে অ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ার দাম বেড়েছে ২৩ দশমিক ৮৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২৪ টাকা ৮০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ২০ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১২৮ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১০৩ টাকা ৮০ পয়সা।
Advertisement
শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২৩ সালে ২০ শতাংশ নগদ, ২০২২ সালে ২০ শতাংশ নগদ, ২০২১ সালে ২০ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৪ লাখ। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫২ দশমিক ৭৬ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৩৪ দশমিক ৪৬ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৫৩ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ২৫ শতাংশ শেয়ার আছে।
অ্যাপেক্স স্পিনিংয়ের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল মনোস্পুল পেপার। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২০ দশমিক ৭৯ শতাংশ। ২০ দশমিক ২৯ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে রহিমা ফুড।
গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইস্টার্ন লুব্রিকেন্টের ২০ দশমিক শূন্য ৮ শতাংশ, বিডি ফিন্যান্সের ১৮ দশমিক ৮৯ শতাংশ, অ্যারামিট লিমিটেডের ১৭ দশমিক ২৬ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৬ দশমিক ৯৮ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১৬ দশমিক ৭২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৩০ শতাংশ এবং প্যাসেফিক ডেনিমসের ১৫ শতাংশ দাম বেড়েছে।
Advertisement
এমএএস/এমএএইচ/