জাতীয়

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দ্রুতবিচার দাবি

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দ্রুতবিচার দাবি

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।সংস্থাটি বলছে, অভিযুক্তদের দ্রুতবিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Advertisement

শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১২ জুলাই আত্মহত্যার উদ্দেশ্যে বিষপানের পর হাসপাতালে ভর্তি করা হলে ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। সামাজিক লজ্জা ও ভয়ে ভুক্তভোগী প্রথমে মুখ না খুললেও পরিবারের জিজ্ঞাসাবাদে ঘটনার নির্মম সত্য সামনে আসে।

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যানুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশে এক হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৩৫৪ জন ধর্ষণের শিকার, যাদের বেশিরভাগই শিশু ও কিশোরী। শুধু জুন মাসেই ৬৫ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৪৩ জনই শিশু। ধর্ষণের পর প্রাণ হারিয়েছেন তিনজন, যাদের মধ্যে দুইজন শিশু।

Advertisement

এমজেএফ মনে করে, নারী ও শিশুর প্রতি এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানায়, দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর মানসিক ও শারীরিক পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব সহায়তা অবিলম্বে দিতে হবে।

সংস্থাটি আরও জানায়, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে এখনই কার্যকর আইন প্রয়োগ, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার কোনো বিকল্প নেই। না হলে সমাজে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হবে এবং শিশুদের শৈশব নিরাপদ থাকবে না।

মানুষের জন্য ফাউন্ডেশন বিশ্বাস করে, এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতের ধর্ষকদের রুখতে সহায়ক হবে এবং সমাজে ন্যায়বিচার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা করবে। এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।

জেপিআই/এমএএইচ/

Advertisement