রাজনীতি

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন নাহিদ ইসলাম

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

Advertisement

শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এনসিপি আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন জানান, জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এনসিপি আহ্বায়ক। তিনি ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্টেজে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। সমাবেশ শেষে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় ফেরেন।

Advertisement

এনএস/এমএএইচ/