জাতীয়

পল্লবীতে বিকল্প পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

পল্লবীতে বিকল্প পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর পল্লবীতে পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

Advertisement

শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাজাহান হোসেন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে পল্লবী সেকশন-২ এ বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় কে বা কারা। ‌তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে বাসের আগুন নেভায়। ‌তবে বাসটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়।

কীভাবে আগুন লাগে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি এটি নাশকতা। ‌তবে, এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানি না।

Advertisement

টিটি/এমএএইচ/