রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কারণে সমাবেশে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি দেশ-বিদেশ থেকে যেভাবে খোঁজখবর ও দোয়া এসেছে, তা তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে বলে জানিয়েছেন।
Advertisement
শনিবার (১৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে বিশ্রামের জন্য বাসায় ফিরেছি। আমার সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন ঘটেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি ইচ্ছাকৃত নয়— মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।’
অসুস্থতার পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবিদেশে বহু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী তার খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন।
Advertisement
হাসপাতালে থাকার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরাসরি খোঁজ নিয়েছেন। এছাড়া খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, সিনিয়র নেতা আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলামসহ বিভিন্ন ইসলামী দলের নেতারাও তার অবস্থার খোঁজ নিয়েছেন।
ডা. শফিক বলেন, ‘দেশবিদেশে অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ও সামাজিক নেতারা, এমনকি প্রবাসী বাংলাদেশিরাও আমার খোঁজ নিয়েছেন। সরকারের বিভিন্ন পর্যায়ের মাননীয় উপদেষ্টারাও খোঁজখবর নিয়েছেন। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাদের দোয়ার জন্য ঋণী।”
শেষে তিনি বলেন, ‘রাব্বুল আলামিন যেন আমাকে বাকি জীবনটা তার পছন্দ অনুযায়ী মানবতার জন্য কাজ করার তাওফিক দান করেন।’
এএএম/এমএএইচ/
Advertisement