রাজনীতি

রাজধানীতে জামায়াতের খণ্ড-খণ্ড মিছিল, গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান

রাজধানীতে জামায়াতের খণ্ড-খণ্ড মিছিল, গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারাদেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ভোর থেকে আরও বেশি নেতাকর্মী ঢাকার বিভিন্ন প্রবেশমুখ দিয়ে সমাবেশস্থলে আসেন।

Advertisement

দুপুরেও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের আসতে দেখা গেছে। রাজধানীজুড়ে রয়েছে দলটির নেতাকর্মীদের ছোট ছোট মিছিল।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সরেজমিনে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে দেখা গেছে। স্লোগান দিতে দিতে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন। রাজধানীর মতিঝিল, পল্টন, বাংলামোটর, সায়েন্সল্যাব, নীলক্ষেত এলাকায় এমন খণ্ড খণ্ড মিছিল দেখা গেছে।

Advertisement

পল্টন মোড়ে জামায়াতের সমর্থক জসীম মিয়া বলেন, আমরা ময়মনসিংহ থেকে এসেছি। ট্রেনে করে ঢাকায় আসছি। অনেকদিন পর সমাবেশ তাই বাড়তি আনন্দ কাজ করছে।

সমাবেশে আসা বেশিরভাগ নেতাকর্মীদের হাতে ব্যাগ, পানির বোতল, শুকনা খাবার সংগ্রহে রাখতে দেখা গেছে।

এনএস/এমআরএম/এএসএম

Advertisement