দীর্ঘ দিন চরম নির্যাতন সহ্য করার পর আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউন ও তার জাতির কবল থেকে মুক্ত করেন। বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা লোহিত সাগরকে বিভক্ত করে মাঝে পথ করে দেন। মুসার (আ.) নেতৃত্বে বনি ইসরাইল নিরাপদে লোহিত সাগর পার হয়। ফেরাউন ও তার সেনাবাহিনী সমুদ্রে ডুবে ধ্বংস হয়।
Advertisement
লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাওয়ার পথে বনি ইসরাইল এমন এক জাতির এলাকা অতিক্রম করে যারা আল্লাহকে বাদ দিয়ে একটি বাছুরের পূজা করতো। তাদের বাছুর পূজা দেখে বনি ইসরাইলের অজ্ঞ কিছু লোক নবি মুসাকে (আ.) বললো, আমাদের জন্য তাদের মতো একটি ইলাহ বানিয়ে দিন। মুসা (আ.) বললেন, তোমরা এত অজ্ঞ কীভাবে হও! আল্লাহ তাআলা তোমাদের ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছেন আর এখন তোমরা আল্লাহ ছাড়া অন্য ইলাহ চাও? তিনি তাদের সতর্ক করেন এবং আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করতে নিষেধ করেন।
এরপর যখন মুসা (আ.) আল্লাহ তাআলার নির্দেশে ভাই হারুনকে বনি ইসরাইলের নেতৃত্ব ও দেখাশোনার দায়িত্ব দিয়ে তুর পাহাড়ে যান, তখন সামেরি নামের এক ব্যক্তি বনি ইসরাইলকে বাছুর পূজায় প্ররোচিত করে।
সামেরি ইমানদার হওয়ার ভান করতো কিন্তু অন্তরে সে ছিল কাফের। ফেরাউনকে ধ্বংস হতে দেখেও সে কাফেরই রয়ে গিয়েছিল। মুসার (আ.) অনুপস্থিতির সুযোগে সে বনি ইসরাইলকে পথভ্রষ্ট করার চক্রান্ত করে।
Advertisement
বনি ইসরাইলের অনেকের কাছে মিশর থেকে আনা স্বর্ণালঙ্কার ছিল। সামেরি কিছু স্বর্ণালঙ্কার গলিয়ে এমন একটি বাছুর তৈরি করে বাতাস চলাচলের সময় যেটির গলা দিয়ে জীবিত বাছুরের মতো আওয়াজ বের হতো। বনি ইসরাইলের লোকেরা স্বর্ণের বাছুরটিকে জীবিত বাছুরের মতো আওয়াজ করতে দেখে বিস্মিত হয়। সামিরি বলে, জানো এটা কী? তারা বলে, কী এটা? সামেরি বলে, এটাই তোমাদের এবং মুসার রব, কিন্তু মুসা তার প্রকৃত রবকে ভুলে গেছে।
সামেরির কথা শুনে বনি ইসরাইলের অনেকে বিভ্রান্ত হয় এবং ওই বাছুরের চারপাশে ঘুরে পূজা করতে শুরু করে। হারুন (আ.) খবর পেয়ে ছুটে যান। তিনি তাদেরকে বুঝিয়ে এই পাপাচার থেকে বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করেন। আল্লাহ তাআলার শাস্তির ভয় করতে বলেন। কিন্তু ওই পথভ্রষ্ট লোকেরা বলে, তুমি যাও, আমরা মুসা ফিরে না আসা পর্যন্ত এটার পূজা চালিয়ে যাব।
তুর পাহাড়। ছবি: উইকিপিডিয়া
মুসা (আ.) তখন তুর পাহাড়ে। আল্লাহ তাআলা মুসাকে (আ.) বলেন, তোমার অনুপস্থিতিতে আমি তোমার কওমকে পরীক্ষায় ফেলেছি। সামেরি তাদের অনেককে পথভ্রষ্ট করেছে।
Advertisement
নিজের জাতির এই কাণ্ডের কথা শুনে মুসা (আ.) অত্যন্ত দুঃখিত ও ক্রুদ্ধ হন এবং দ্রুত তার কওমের কাছে ফিরে যান। হারুন (আ.) তাকে বলেন সামেরি কীভাবে মানুষকে পথভ্রষ্ট করেছে। বনি ইসরাইলের অন্যরাও তাদের ভ্রান্তির জন্য সামেরিকে দায়ী করে।
মুসা (আ.) সামেরিকে ডেকে বলেন, তুমি এটা কেন করলে সামেরি? সামেরি নিজের অন্যায় স্বীকার করে বলে, আমার প্রবৃত্তি আমাকে প্ররোচিত করেছে। মুসা (আ.) তাকে বলেন, তোমার শাস্তি হলো তুমি মৃত্যু পর্যন্ত বলবে ‘কেউ আমাকে স্পর্শ করো না’। তারপর নির্ধারিত সময়ে তুমি শাস্তি পাবে। অর্থাৎ দুনিয়ায় সবাই তাকে বয়কট বর্জন করবে, সেও আল্লাহ তাআলার সিদ্ধান্তে সবাইকে বর্জন করতে বাধ্য হবে। তারপর আখেরাতে সে চূড়ান্ত শাস্তি ভোগ করবে।
মুসা (আ.) স্বর্ণের বাছুরটি গলিয়ে সমুদ্রে ছড়িয়ে দেন। যারা বাছুরের পূজা করেছিল তাদের শাস্তি দেন এবং আল্লাহ তাআলার নির্দেশে তাওরাত আনতে আবার তুর পাহাড়ে যান।
ছবি: সংগৃহীত
কোরআনের সুরা তোয়াহায় এ ঘটনা এভাবে বর্ণিত হয়েছে:
আল্লাহ বললেন, তুমি ছেড়ে আসার পর আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি। সামেরি তাদের পথভ্রষ্ট করেছে।
মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে, না তোমরা চেয়েছ তোমাদের ওপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে?
তারা বলল, আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি। আমাদের কাছে ফেরাউনের জাতির কিছু অলঙ্কার ছিল আমরা সেগুলো নিক্ষেপ করেছি, একইভাবে সামেরিও নিক্ষেপ করেছে।
তারপর সে তাদের জন্য তৈরি করল একটি বাছুর; একটি শরীর যা গরুর মতো শব্দ করতো। তারা বলল, এটাই তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য, মুসা ভুলে গেছে। তারা কি দেখে না যে, এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না?
হারুন তাদের বলেছিলেন, হে আমার জাতি, তোমরা তো এই বাছুরের মাধ্যমে পরীক্ষায় পড়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময়। তোমরা আমার অনুসরণ কর এবং আমার আদেশ মেনে চল। তারা বলল, মুসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা এর সাথেই সংযুক্ত থাকব।
মুসা বললেন, হে হারুন, তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে, তখন তোমাকে কিসে নিবৃত্ত করল আমার অনুসরণ করা থেকে? তুমি কি আমার আদেশ অমান্য করেছ? হারুন বললেন, হে আমার সহোদর! আমার দাড়ি ধরো না, মাথার চুলও ধরো না। আমি আশংকা করেছিলাম, তুমি বলবে, তুমি বনি ইসরাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি।
মুসা বললেন, হে সামেরি, এবার বলো তোমার ব্যাপার কী? সে বলল, আমি এমন কিছু দেখেছি যা অন্যেরা দেখেনি। আমি আল্লাহর প্রেরিত ফেরেশতার পদচিহ্নের নীচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিয়েছিলাম তারপর আমি তা নিক্ষেপ করলাম। (অর্থাৎ ওই মাটি ও স্বর্ণ দিয়ে বাছুর তৈরি করলাম) আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল।
মুসা বললেন, দূর হও, তোমার জন্য সারা জীবন এ শাস্তিই রইল যে তুমি বলবে, আমাকে স্পর্শ করো না এবং তোমার জন্য একটি নির্দিষ্ট পরিণতি অপেক্ষা করছে যার ব্যতিক্রম হবে না। তুমি তোমার সেই ইলাহকে দেখ তুমি যার পূজা করতে, আমরা তা অবশ্যই জ্বালিয়ে দেব। তারপর বিক্ষিপ্ত করে তা সাগরে নিক্ষেপ করবো।
তোমাদের ইলাহ তো শুধু আল্লাহই যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। সব বিষয় তাঁর জ্ঞানের পরিধিভুক্ত। এভাবে আমি পূর্বে যা ঘটেছে, তার সংবাদ তোমার কাছে বর্ণনা করি। আমি আমার পক্ষ থেকে তোমাকে দিয়েছি কোরআন। (সুরা তোয়াহা: ৮৫-৯৯)
ওএফএফ/এএসএম