বাংলাদেশের জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়েছেন দলটির লাখো নেতাকর্মী। সমাবেশে দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষও।
Advertisement
সমাবেশে অবস্থানরত জামায়াতের এক কর্মীকে দেখা গেছে তার ছেলেকে নিয়ে তিনি অংশ নিয়েছেন সমাবেশে। গাজীপুর থেকে আসা জসিম উদ্দীন তার ১১ বছর বয়সী ছেলে জিসানকে নিয়ে এসেছেন সমাবেশস্থলে।
তিনি জাগো নিউজকে বলেন, তিনি গাজীপুর মহানগর জামায়াতের কর্মী। একটি ইউনিটের দায়িত্বশীল নেতাও তিনি। তার ছেলে জিসান উদ্দীনও ছাত্রশিবিরের কর্মী।
তিনি আরও বলেন, বিগত ৫ বছর থেকে জামায়াতের সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। বিগত ১৫ বছরে জামায়াত ইসলামীর ওপর যে শোষণ নিপীড়ন ছিল তার কিছু অবসান হলো। জামায়াতের ওপর এখনও অন্যান্য দল নির্যাতন চালায়। আমরা চাই সুষ্ঠু রাজনীতি আর সহাবস্থান। আগামী নির্বাচন সুষ্ঠু হোক সেটাই চাওয়া।
Advertisement
তিনি বলেন, আমার ছেলে সমাবেশে আসার জন্য পাগলপ্রায় ছিল। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাই নিয়ে আসছি। সেও ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। আমি চাই ছেলে ইসলামী ভাবধারায় বেড়ে উঠুক।
এসময় পাশে থাকা ছেলে জিসান জাগো নিউজকে বলেন, সমাবেশে আসতে পেরে খুবই ভালো লাগছে।
আরএএস/এসএনআর/এএসএম
Advertisement