রাজনীতি

গাজীপুর-নারায়ণগঞ্জ থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা

গাজীপুর-নারায়ণগঞ্জ থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ হচ্ছে আজ। দুপুর ২টায় শুরু হবে সমাবেশ। এর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বিশেষ করে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী এরইমধ্যে যোগ দিয়েছেন সমাবেশে।

Advertisement

ব্যানার-ফেস্টুন সঙ্গে নিয়ে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা প্রবেশ করছেন সমাবেশস্থলে।

শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে এই দুই জেলার বিভিন্ন এলাকা থেকে সংগঠিতভাবে নেতাকর্মীরা বাস, পিকআপ ও ব্যক্তিগত যানবাহনে করে সমাবেশস্থলের দিকে রওয়ানা দেন। এরপর বেলা ১১টার পর থেকে দলে দলে আসতে থাকেন সমাবেশস্থলে।

এদিকে, উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত নেতাকর্মীদের উপস্থিতি।

Advertisement

রাজধানীর রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কেউ আড্ডা দিচ্ছেন কেউবা ভ্যাপসা গরমের মাঝেও শুয়ে বিশ্রামও নিচ্ছেন।

আরএএস/এসএনআর/এমএস