দেশজুড়ে

টেকনাফে অপহরণের পর মুক্তিপণে ছাড়া পেলেন সিএনজিচালক

টেকনাফে অপহরণের পর মুক্তিপণে ছাড়া পেলেন সিএনজিচালক

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে অপহরণের পর মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিয়েছে ডাকাতরা।

Advertisement

শুক্রবার (১৮ জুলাই) পাবেল চাকমা নামে ওই ব্যক্তি অপহরণের ১০ ঘণ্টা পরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফেরেন।

পাবেল চাকমা টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড হরিখোলা গ্রামের চন্দ্র মনি চাকমার ছেলে।

অপহরণের কবল থেকে ফিরে আসা সিএনজিচালক পাবেল চাকমা বলেন, শুক্রবার (১৮ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে বাহারছড়া শামলাপুর বাজারে সিএনজির সিরিয়াল দেওয়ার জন্য হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে যাচ্ছিলাম। শামলাপুর প্রবেশের আগে সড়কের মাঝপথে প্যারাক সংযুক্ত একটি কাঠ সড়কের মাঝপথে রাখা। এটা দেখে আমি গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতদল গুলিবর্ষণ করে। আমি ভয়ে আর পালাতে পারি নাই। তখন ডাকাতদল এসে আমাকে অপহরণ করে টেনেহিঁচড়ে পাহাড়ে নিয়ে আটকে রাখে।

Advertisement

ডাকাতদল পরে মুক্তিপণ wn‡m‡e ১০ লাখ টাকা দাবি করে। আমি এত টাকা দিতে অপারগত প্রকাশ করলে মারধর শুরু করে। একপর্যায়ে তারা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেড় লাখ টাকা আদায় করে। এরপর আমাকে বিকেলের দিকে ছেড়ে দিলে আমি বাড়ি ফিরতে পেরেছি।

তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল ২০-২৫ জনের। সবার কাছে ভারি অস্ত্র wQj

এ বিষয়ে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বলেন, পাবেল চাকমা নামে এক আদিবাসী সিএনজি চালক অপহরণের শিকার হয়েছেন, এ ঘটনা শুনে টেকনাফ থানা, হোয়াইক্যং ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের সদস্যরা যৌথভাবে পাহাড়ে অভিযান পরিচালনা করি। অভিযানের একপর্যায়ে বিকালের দিকে গহিন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাহাঙ্গীর আলম/এমএন/এমএস

Advertisement