রাজনীতি

কমলাপুরে টিকিট তদারকি ঢিলেঢালা, চেকিং ছাড়াই বের হচ্ছেন লোকজন

কমলাপুরে টিকিট তদারকি ঢিলেঢালা, চেকিং ছাড়াই বের হচ্ছেন লোকজন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ভিড় বেড়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে ঢাকায় আসছেন।

Advertisement

জামায়াত নেতাকর্মীদের ঢাকায় আনতে চারটি বিশেষ ট্রেন ভাড়া করেছে। এর বাইরে বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনে জামায়াতের নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। তবে ট্রেন থেকে নামার পর বাহির হওয়ার সময় তাদের টিকিট তদারকি করতে দেখা যায়নি।

শনিবার (১৯ জুলাই) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছালেই জামায়াতের নেতাকর্মীরা দলবেঁধে ট্রেন থেকে নামছেন এবং স্লোগান দিতে দিতে স্টেশন ত্যাগ করছেন।

Advertisement

তবে মাঝে মধ্যে সাধারণ যাত্রীদের দুই একজনকে টিকিট প্রদর্শন করতে বলা হলেও মিছিল থেকে বের হওয়ার সময় বহিঃগমন গেটে দায়িত্বরত কাউকে দেখা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলমাম বলেন, জামায়াতে ইসলামির সমাবেশকে কেন্দ্র করে আজকে স্টেশনে যাত্রীর সংখ্যা বেড়েছে। আমরা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। নিয়মিত টিকিট তদারকি কার্যক্রম চলছে। সবকিছু সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে।

এনএস/এমআরএম/এএসএম

Advertisement