রাজনীতি

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় এলো বিশেষ ৪ ট্রেন

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় এলো বিশেষ ৪ ট্রেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে দলীয় নেতাকর্মীদের ঢাকায় আনতে চারটি বিশেষ ট্রেন ভাড়া করেছিল দলটি। ভাড়া করা সবকটি ট্রেন ঢাকায় পৌঁছেছে।

Advertisement

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম, জানান, বিশেষ চারটি ট্রেনে চড়ে এসেছেন অনেকেই।

তিনি জানান, জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে দলটি রেল কর্তৃপক্ষের মাধ্যমে চারটি বিশেষ ট্রেন বরাদ্দ নিয়েছিল। সবকটি ট্রেন ঢাকায় পৌঁছেছে। নির্ধারিত সময় অনুযায়ী, ট্রেনগুলো আবার গন্তব্যে ফিরে যাবে। রেলের সব নিয়মকানুন মেনেই ট্রেনগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। স্টেশনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে, সমাবেশে নেতাকর্মীদের আনতে চারটি বিশেষ ট্রেন ভাড়ায় বরাদ্দের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করে দলটি। এতে দলটি প্রায় ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোষ করেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Advertisement

এসব ট্রেন চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসে বলে জানা গেছে।

এনএস/এসএনআর/এএসএম