রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে সকাল থেকে ওই এলাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। শাহবাগ এলাকা দিয়ে চলছে শুধু ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও অ্যাম্বুলেন্স।
Advertisement
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে শাহবাগ মোড়, বাংলামোটর, সায়েন্সল্যাব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন জামায়ামের স্বেচ্ছাসেবকরা।
শাহবাগে নিয়োজিত জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের স্বেচ্ছাসেবক কিবরিয়া জাগো নিউজকে বলেন, সকাল থেকে আমাদের ৫০ জন রয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে। এই সংখ্যা আরও বাড়বে। আমরা চাচ্ছি, যতক্ষণ শাহবাগ না পরিপূর্ণ না হয় ততক্ষণ ব্যক্তিগত গাড়ি চলবে। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা অ্যাম্বুলেন্স ও অসুস্থ রোগীদের দ্রুত যাতায়াত নিশ্চিত করছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে আজ জাতীয় সমাবেশ করবে জামায়াত। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সমাবেশে দলটির জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
Advertisement
দলটির সাত দফা দাবির মধ্যে রয়েছে- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সকল গণহত্যার বিচার; প্রয়োজনীয় মৌলিক সংস্কার; জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন; পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করা।
আরএএস/বিএ