রাজনীতি

শাহবাগে জামায়াতের সমাবেশ দেখতে মোড়ে মোড়ে স্ক্রিন

শাহবাগে জামায়াতের সমাবেশ দেখতে মোড়ে মোড়ে স্ক্রিন

রাজধানীর শাহবাগ মোড়ে জামায়াতে ইসলামীর চলমান সমাবেশ সরাসরি দেখানোর জন্য বড় স্ক্রিন (পর্দা) বসানো হয়েছে। ভিড় বেশি হওয়ায় সমাবেশের মূল বক্তব্য ও কার্যক্রম সবাই যেন দেখতে পান, সেজন্য মোড়ে মোড়ে বড় স্ক্রিন স্থাপন করা হয়।

Advertisement

শাহবাগ মোড়ে স্বেচ্ছাসেবক ও জামায়াতকর্মী মাসুদুল হক জাগো নিউজকে বলেন, সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে যারা যেতে পারছেন না তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেট সংলগ্নও একটি পর্দার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন ট্রেন থেকে নেমে স্টেশনেই জামায়াত নেতাকর্মীদের স্লোগান

শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। আজ বেলা ২টায় শুরু হবে সমাবেশের মূল আয়োজন।

আরএএস/এমআরএম/এএসএম

Advertisement