ভারতীয় এয়ারলাইনসের ওপর পাকিস্তানের দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় কোনো এয়ারলাইনসের প্লেন পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না।
Advertisement
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা চলতি বছরের ২৩ এপ্রিল থেকে কার্যকর হয় এবং এরপর থেকে একাধিকবার নবায়ন করা হয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
আরও পড়ুন>
ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে মামলা ট্রাম্পের ৮১ আফগান নাগরিককে প্রত্যাবাসন করলো জার্মানিএই নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে নেওয়া হয়, যা শুরু হয় ভারতের অধীকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি প্রাণঘাতী হামলার পর। হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যাতে অনেক পাকিস্তানি নাগরিক নিহত হন। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় অবস্থানে হামলা চালায়।
Advertisement
পরিস্থিতির অবনতি ঘটলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়।
এই আকাশসীমা নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, বিশেষ করে দীর্ঘপাল্লার ফ্লাইটগুলোর জন্য জ্বালানি খরচ ও বিকল্প রুটে উড়ে যেতে বাধ্য হওয়ার কারণে।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ভারতের সব নিবন্ধিত বিমানের ওপর প্রযোজ্য এবং এতে কোনো রকম ব্যতিক্রম বা ছাড় নেই।
সূত্র: জিও নিউজ
Advertisement
এনএসএম