জাতীয়

জুলাই শহীদদের স্মরণে আজ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই শহীদদের স্মরণে আজ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ শনিবার দেশের প্রতিটি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হবে।

Advertisement

এরই অংশ হিসেবে জেলায় যতজন শহীদ হয়েছেন ততগুলো গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে।

গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস ১৯ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে। যার থিম মিউজিক হবে ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’।

কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৫ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

Advertisement

সব মোবাইল ফোন গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে। এছাড়া ঢাকার সাভারে শহীদদের স্মরণে সমাবেশের আয়োজন করা হবে।

এদিনে সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’, ‘আবরার ফাহাদ' ও ‘আয়নাঘর স্টোরিজ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

এমকেআর/এএসএম

Advertisement