ময়মনসিংহের ভালুকায় লাকড়ি কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. আরব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
Advertisement
শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মো. আরব আলী একই উপজেলার পার্শ্ববর্তী বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের প্রয়াত মো. ওয়াহেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরব আলী জামিরাপাড়া গ্রামে মাজেদা খাতুনকে বিয়ে করেছিলেন। বিয়ের পর শ্বশুরবাড়ির পাশে জমি কিনে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন তিনি। বিকেলে আরব আলী বাড়ির পাশে লাকড়ি কুড়াতে যান। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
Advertisement
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।
কামরুজ্জামান মিন্টু/এমএন/এএসএম