বেন স্টোকসের অলরাউন্ড পারফরম্যান্সে লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় ইংল্যান্ড। কিন্তু সেই জয় ছাপিয়ে আলোচনা হচ্ছে, তার কাজের চাপ (ওয়ার্কলোড) নিয়ে।
Advertisement
এক স্টোকসের মাথার ওপর অনেক দায়িত্ব। অলরাউন্ডার হিসেবে ব্যাটিং-বোলিং; এর সঙ্গে আবার অধিনায়কত্বও। এত দায়িত্বের চাপ সত্ত্বেও, স্টোকস প্রায় সব ক্ষেত্রেই নিজের সেরা খেলাটা বের করে আনতে পেরেছেন।
লর্ডস টেস্টে স্টোকস মোট ৪৪ ওভার বল করেছেন, যা ম্যাচে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি। এই সংখ্যাটা অলরাউন্ডার তো বটেই, এমনকি একজন পেসারের জন্যও অনেক বেশি।
স্টোকস যে এভাবে খেলে যাচ্ছেন, তাতে ইনজুরি ঝুঁকি বাড়ছে না? তাকে এই বিষয়টা বোঝানো উচিত না? ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুটকে এমন প্রশ্ন করা হলে রুট হাসতে হাসতে বলেন, ‘তুমি চাইলেও পারবে না, কোনো লাভ হয় না। আমি পাঁচ বছর চেষ্টা করেছি।’
Advertisement
রুট যখন দলের অধিনায়ক ছিলেন, তখনও স্টোকস কথা কানে নিতেন না; জানিয়ে ইংলিশ কিংবদন্তি বলেন, ‘আমি ওকে বলেছি, কিন্তু সে আমার কথা শুনতো না। আমি যখন অধিনায়ক ছিলাম, তখনও না!’
তবে স্টোকস যে এত দায়িত্ব সামলেও দারুণভাবে এগিয়ে চলেছেন, সেজন্য তার উচ্ছ্বসিত প্রশংসা করলেন রুট। তিনি বলেন, ‘এখন এটা ওর নিজের সিদ্ধান্ত। এটা এক অসাধারণ প্রচেষ্টা ছিল, কিন্তু ও এমনভাবেই তৈরি। মনে হয়, সবসময়ই কিছু করে দেখাতে চায়, নিজেই নেতা হয়ে সামনে থেকে টানতে চায়। এটা আমাদের জন্য অনেক ভালো দিক। কারণ, এটা আবার ওর সেরা রূপে ফিরে আসা। জয়ের ইচ্ছা আর মানসিকতাটা দারুণ। আমরা ভাগ্যবান, এমন একজনকে নেতা হিসেবে পেয়েছি।’
এমএমআর/এএসএম
Advertisement