রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত রয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ম্যারাথনের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাকিব আঞ্জুমের বাবা মাইনুল হক।
Advertisement
এসময় তিনি বলেন, ‘ছেলে হারানোর কথাতো আর বর্ণনা করা যায় না। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সংগ্রাম সেটিকে উদ্বুদ্ধ করবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের মনের বাসনা বর্তমান সরকার ও আগামী সরকার বাস্তবায়ন করবেন এটা আমি আশা করি।’
এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, জুলাই শহীদ মিনারুলের স্ত্রী নূরেসান খাতুন শম্পা, যুব ও ক্রীড়া রাজশাহী বিভাগের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব উপস্থিত ছিলেন।
ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরের সিএন্ডবির মোড় ঘুরে ফের একই স্থানে শেষ হয়। পরে বিজয়দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
Advertisement
সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম