ক্যাম্পাস

২ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করলো জবি ছাত্রশিবির

২ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করলো জবি ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় দুই হাজার শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

Advertisement

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এদিন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে একটি কলমদানি, ৬টি ইসলামিক বই, বাংলা অর্থসহ একটি কোরআন শরীফ এবং একটি কলম উপহার দেওয়া হয়। এ উপহার নবীনদের নৈতিক ও জ্ঞানচর্চাভিত্তিক শিক্ষাজীবনের অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন আয়োজকরা।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব। তিনি বলেন, জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। ভাষা, ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিন্নতা নয় আমাদের পরিচয় নাগরিকত্ব এবং মানবিক মূল্যবোধ। তিনি রাজনীতিকে পেশিশক্তির দুষ্টচক্র থেকে মুক্ত করে সামাজিক চুক্তির ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হলো মানুষ তৈরির কারখানা। অথচ উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা সেখানে আশানুরূপ নয়। আমাদের প্রয়োজন দক্ষ, দেশপ্রেমিক ও সৎ নেতৃত্ব।'

Advertisement

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস-পরীক্ষা দেশের অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের আগে শুরু করেছি। আমরা চাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন হোক। ছাত্রশিবিরের এই আয়োজন অন্যান্য ছাত্রসংগঠনের জন্য উদাহরণ হতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, জুলাই বিপ্লব আমাদের আত্মপরিচয়ের সাহস দিয়েছে। এখন সময় জ্ঞান, মূল্যবোধ ও নেতৃত্বগুণে নিজেকে প্রস্তুত করার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন সাইদি, পল্টন থানার আমির শাহীন ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল প্রভোস্ট-১ ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ।

Advertisement

টিএইচকিউ/এসএনআর/এএসএম