কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় ১৫ লাখ টাকা পেয়ে টাকার মালিককে খুঁজে বের করে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন চালক অনিক।
Advertisement
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। চালক অনিক নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
নগরীর পানপট্টি এলাকার বাসিন্দা সোনা ব্যবসায়ী মরণ শীল সকাল ৮টার দিকে মেয়েকে নিয়ে অটোরিকশাযোগে নগরীর বজ্রপুর এলাকায় একটি কিন্ডারগার্টেন যান। অটোরিকশা থেকে নামার সময় ভুলক্রমে ১৫ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ ফেলে যান। বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পথে মনে পড়ে টাকার ব্যাগটি অটোরিকশাতে রয়ে গেছে। দ্রুত সেখানে গিয়ে অটোরিকশাটি তিনি খোঁজে পাননি। প্রায় ঘণ্টাখানেক পর বাসায় ফিরে দেখেন তাকে বহনকরা অটোরিকশাটি দাঁড়িয়ে আছে। পরে মরণ শীলকে দেখে তার টাকা তাকে বুঝিয়ে দেন অটোরিকশাচালক। এ সময় উপস্থিত লোকজন তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
অটোরিকশাচালক অনিক জানান, মরণ শীল ও তার মেয়েকে নামিয়ে আমি রাজগঞ্জ এলাকায় একটি চা দোকানে চা খেতে যাই। হঠাৎ দূর থেকে দেখতে পাই গাড়ির সিটে নীল রঙের একটি পলিথিন ব্যাগ পড়ে আছে। কাছে গিয়ে ব্যাগটি হাতে নিয়ে দেখি ব্যাগের ভেতর আরেকটি কালো রঙের পলিথিন ব্যাগে কিছু একটা মোড়ানো। অনিক সেই ব্যাগটিও খোলে। সেটি খুলে দেখেন অনেকগুলো টাকা।
Advertisement
একপর্যায়ে অনিক তার বাবাকে ফোন করে বিস্তারিত বলেন। বাবাও তাকে পরামর্শ দেন যার টাকা তাকে খুঁজে বের করে ফেরত দেওয়ার জন্য। বাবার কথামতো ছেলে অটোরিকশা নিয়ে বজ্রপুর স্কুলের সামনে যান। গিয়ে দেখেন সেই লোকটি নেই। এরপর মালিককে খোঁজে টাকাগুলো ফেরত দেন।
টাকার মালিক মরণ শীল বলেন, আমি কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী। সকালে বাসা থেকে টাকাগুলো নিয়ে বের হই। ভেবেছিলাম মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে টাকাগুলো নিয়ে দোকানে চলে আসব। কিন্তু ভুলক্রমে টাকার ব্যাগটি রিকশাতেই ফেলে যাই। ফিরে এসে দেখি রিকশাটি সেখানে নেই। এরপর ধরে নিয়েছি টাকাটা আর পাবো না। কিন্তু রিকশাচালক অনিক আমার ধারণা পাল্টে দিয়েছে। সে লোভ না করে ১৫ লাখ টাকা যথাযথভাবে ফেরত দিয়েছে। তার জন্য অনেক অনেক আশীর্বাদ।
জাহিদ পাটোয়ারী/জেএইচ
Advertisement