ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনে লাগা আগুন।
Advertisement
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, রাত ১০টা ৪০ মিনিটের দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় ১১টা ৪৭ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত ১০ টা ৪০ মিনিটে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
Advertisement
এর আগে আনোয়ারুল ইসলাম বলেছিলেন, আমরা রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের চেষ্টায় ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কেআর/জেএইচ