বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বেশ কিছু মেডিক্যাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে, গত ২৪ ঘন্টায় গাজায় কমপক্ষে আরও ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। গত কয়েক সপ্তাহ ধরেই ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল।
ইরাকে শপিংমলে আগুন, হতাহত ৫০ইরাকের একটি শপিংমলে আগুন লেগেছে। এতে হতাহত হয়েছে কমপক্ষে ৫০ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানে ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যুপাকিস্তানে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। জুনের শেষের দিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির।
Advertisement
যুক্তরাজ্যে বেকারত্বের হার বেড়ে প্রায় চার বছরের মধ্যে উচ্চতম পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো একদিকে কর বৃদ্ধি, অন্যদিকে মার্কিন শুল্কের চাপের মুখে পড়েছে।
ধর্ষণের অভিযোগকারী নারীকে ভারতের সুপ্রিম কোর্টের ভর্ৎসনাভারতের সুপ্রিম কোর্ট ধর্ষণের মামলায় অভিযুক্ত এক ব্যক্তির আগাম জামিন বহাল রেখেছে ও অভিযোগকারী নারীকে ভর্ৎসনা করেছে। বিবাহিত অবস্থায় অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে ওই নারী নিজেই অপরাধ করেছেন বলেও এক পর্যবেক্ষণে জানায় আদালত।
সাধারণ নির্বাচনে ভোটারের বয়স ১৬ বছর করছে যুক্তরাজ্যসাধারণ নির্বাচনে ভোটদানের বয়স ১৬ ও ১৭ বছর করার পরিকল্পনা করেছে যুক্তরাজ্যের সরকার। এ সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্য বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন ভোটারের বয়স নির্ধারণকারী দেশ হয়ে উঠবে।
বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি ভারতেরবাংলাদেশি নাগরিকদের এখন অনেক (সাবস্টেনশিয়াল নাম্বারস) ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে দিল্লি।
Advertisement
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা শহরে সাম্প্রতিক সহিংসতায় নতুন করে আলোচনায় এসেছে দ্রুজ সম্প্রদায়। সরকারি বাহিনী ও দ্রুজ মিলিশিয়ার মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে বহু নিহত হওয়ার ঘটনা ঘটছে। এর জের ধরে ইসরায়েল সিরিয়ার সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতিসম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এত দিন এ বিষয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন। বারাক ওবামা বলেছেন, কিছু সময়ের জন্য তাদের সম্পর্কে ‘টাচ অ্যান্ড গো’ ছিল। তবে স্ত্রী মিশেল ওবামা স্পষ্ট করে বলেছেন, আমার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির কথা কখনো ভাবিনি। এক পডকাস্টে অংশ নিয়ে তারা এ কথা বলেন।
এমএসএম/জেআইএম