খেলাধুলা

টানা চার জয়ে শিরোপার দিকে ছুটছে বাংলাদেশের মেয়েরা

টানা চার জয়ে শিরোপার দিকে ছুটছে বাংলাদেশের মেয়েরা

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে ম্যাচের পর ম্যাচ জিতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে ফিরতি লেগের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এটি বাংলাদেশের চতুর্থ জয়। টানা চার জয়ে দুর্দান্তভাবে শিরোপার দিকে ছুটছে বাংলাদেশের মেয়েরা।

Advertisement

ভুটানের বিপক্ষে ঘটনাবহুল প্রথম লেগের ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪-০ গোলে। বৃহস্পতিবার বাংলাদেশের জোড়া গোল করেছেন তৃষ্ণা রানী সরকার, এক গোল করেছেন স্বপ্না রানী।

১৪ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন তৃষ্ণা রানী। ভুটানের গোলরক্ষক বক্সের বাইরে থেকে বল নিয় ভেতরে নিয়ে ধরার চেষ্টা করলেও পারেনি। সেই বল কেড়ে পোস্টের দিকে এগিয়ে যান তৃষ্ণা। তবে শট নিতে দেরি করায় ভুটানের সোনামন তা কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন।

মাঝমাঠের নিয়ন্ত্রণ না থাকায় ২৯ মিনিটে বন্যাকে তুলে স্বপ্না রানীকে নামান বাটলার। স্বপ্না নামায় গতি বাড়ে বাংলাদেশের খেলায়। মধ্যমাঠ দখল নেয় স্বাগতিকরা।

Advertisement

৩১ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তৃষ্ণা রানী। তবে দুই মিনিটের মধ্যে সেই তৃষ্ণাই এগিয়ে দেন বাংলাদেশকে। মধ্যমাঠ থেকে স্বপ্নার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং তৃষ্ণার।

দ্বিতীয়ার্ধে শুরুতে মাঠে নামেন মুনকি আক্তার ও উমেহলা মারমা। তাতে খেলা চলে আসে পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে। ৬২ মিনিটে অবশ্য পেনাল্টি মিস করে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন স্বপ্না। পরের মিনিটেই মুনকির প্রচেষ্টা দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়।

আক্রমণে চাপ অব্যাহত রেখে ৬৬ মিনিটে বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় গোল। বক্সের মুখ থেকে তৃষ্ণার ডান পায়ের মাপা শট জড়িয়ে যায় জালে। ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল আসে স্বপ্নার দূরপাল্লার শটে। প্রায় ৩০ গজ দূর থেকে এই মিডফিল্ডারের নেওয়া শট ক্রসবারে লেগে জালে ঢুকে যায়। ৭৭ মিনিটে বক্স থেকে বল বাইরে মেরে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন তৃষ্ণা।

চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো স্বাগতিক মেয়েরা। আরো দুটি ম্যাচ বাকি শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম