শিক্ষা

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মেমিস সেলে প্রবেশ নিষেধ

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মেমিস সেলে প্রবেশ নিষেধ

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের এমপিও প্রক্রিয়াকরণ সফটওয়্যার মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সেলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Advertisement

নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো মাদরাসাপ্রধান ও শিক্ষক-কর্মচারী এরপরও মেমিস সেলে প্রবেশ করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের এমপিও স্থগিতসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবে মাদরাসা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া মাদরাসা শিক্ষক-কর্মচারী ও অন্যান্য ব্যক্তিদের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-কর্মচারীরা এ আদেশ অমান্য করলে তার এমপিও স্থগিত করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

নির্দেশনায় কোনো প্রতিষ্ঠানপ্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত সেবার প্রয়োজন হলে মাদরাসা অধিদপ্তরের সহকারী পরিচালকের (প্রশাসন) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এএএইচ/এমএএইচ/জেআইএম