রাজধানীর ভাটারা থানার একটি বাসা থেকে মোছা. ফারহানা সিদ্দিকা স্বর্ণা (২২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে ভাটারার একটি বাসার তৃতীয় তলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের মা নিপার কাছে জানতে পারি তার দুই মেয়ের একজন লন্ডনে থাকে। ফারহানা মায়ের সঙ্গে থাকত। ফারহানার বিয়ে হয়েছিল। বিয়ের পরে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকেই মানসিক দুশ্চিন্তায় থাকতো, মাঝে মাঝে ঘুমের ওষুধ খেত। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
Advertisement
এমআরএম/জেআইএম