শিক্ষা

উচ্চশিক্ষায় বিশ্বসেরা শহরের তালিকায় পাঁচ ধাপ এগোলো ঢাকা

উচ্চশিক্ষায় বিশ্বসেরা শহরের তালিকায় পাঁচ ধাপ এগোলো ঢাকা

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য বিশ্বের সেরা ১৫০টি শহরের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত ২০২৬ সালের এ র‌্যাঙ্কিংয়ে লন্ডনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার সিউল শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের টোকিও। আর শীর্ষস্থান থেকে তিনে নেমেছে লন্ডন।

Advertisement

‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস ২০২৬’ র‌্যাঙ্কিংয়ে এবারও তলানিতে রয়েছে ঢাকা শহরের নাম। বিশ্বের সেরা ১৫০টি শহরের তালিকায় এবার ঢাকার অবস্থান ১৩৬তম। যদিও গতবারের চেয়ে পাঁচ ধাপ এগিয়েছে শহরটি। ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে ঢাকার অবস্থান ছিল ১৪১তম।

কিউএস সেরা স্টুডেন্ট সিটিস র‌্যাঙ্কিং থেকে পড়ুয়ারা স্বাধীনভাবে তাদের পড়াশোনার গন্তব্য বেছে নেওয়ার তথ্য পান নানা বিষয়ে, যেমন- থাকার খরচ, জীবনযাত্রার মান, বিশ্ববিদ্যালয়ের মান এবং আগের পড়ুয়াদের অভিজ্ঞতা। গত ৫ বছর ধরে তালিকায় সবার ওপরে ছিল লন্ডন।

অন্তত আড়াই লাখ জনসংখ্যা এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে থাকা অন্তত দুটি বিশ্ববিদ্যালয় থাকলে সেই শহরকে এ র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়। ২০১৯ সাল থেকে শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে। তবে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।

Advertisement

ছয়টি মানদণ্ডের ভিত্তিতে ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‌্যাঙ্কিং করা হয়। এগুলো হলো- ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস; স্টুডেন্ট মিক্স, ডিজায়ারেবিলিটি, অ্যাম্প্লয়ান অ্যাক্টিভিটি, এফোর্ডেবিলিটি এবং স্টুডেন্ট ভয়েস।

মোট স্কোর ১০০-এর মধ্যে ১০০ পেয়ে সিউল তালিকায় সবার শীর্ষে রয়েছে এবার। এরপর জাপানের টোকিও ৯৯.৯, লন্ডন ৯৭.১ পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

এরপর সেরা দশে রয়েছে যথাক্রমে জার্মানির মিউনিখ (৯৬.৩), অস্ট্রেলিয়ার মেলবোর্ন (স্কোর ৯৫.৭), অস্ট্রেলিয়ার সিডনি (৯৪.৭), জার্মানির বার্লিন ও ফ্রান্সের প্যারিস যৌথভাবে (৯৩.৩), সুইজারল্যান্ডের জুরিখ (৯১.৫) এবং অস্ট্রিয়ার ভিয়েনা (৯০.৮)।

তালিকায় এবার এশিয়ার ৪২টি শহরের নাম এসেছে। এতে ভারতের চারটি ও বাংলাদেশের একটি শহরের স্থান হলেও পাকিস্তানের কোনো শহরের জায়গা হয়নি। তালিকায় স্থান হওয়া বাংলাদেশের একটি মাত্র শহর ঢাকার মোট স্কোর ১০০-এর মধ্যে পেয়েছে ৫০ দশমিক ৭।

Advertisement

এএএইচ/এমআইএইচএস/জেআইএম