দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণরত শিক্ষকদের পাঠ্যাভ্যাস বাড়ানোর লক্ষ্যে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বইপড়া কর্মসূচি’ চালু করা হচ্ছে। এ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
Advertisement
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। এতে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষে সই করেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং অধিদপ্তরের পক্ষে স্মারকে সই করেন মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
সমঝোতা স্মারক অনুযায়ী—সারাদেশের ৬৭টি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণরত শিক্ষকদের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে বইপড়া কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী এক বছর এ কর্মসূচি চলবে। এতে সার্বিক সহযোগিতা দেবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।
বিশ্বসাহিত্য কেন্দ্র জানায়, ২০১০ সালে এ বইপড়া কর্মসূচি হাতে নেওয়া হয়। মাঝে কয়েক বছর এ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। বিরতির পর আবারও ফিরলো বইপড়া কর্মসূচি।
Advertisement
এএএইচ/এমআইএইচএস/এমএস