শ্রীলঙ্কা সফর শেষ হতে না হতেই আরেক সিরিজ শুরু হয়ে যাচ্ছে। এবার ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষ পাকিস্তান।
Advertisement
এই সিরিজকে সামনে রেখে লিটন দাসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজের দলই অপরিবর্তিত থাকছে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ২২ এবং ২৪ জুলাই বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াডলিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
Advertisement
এমএমআর/জেআইএম