রাজধানীর ওয়েলকাম বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. জামাল হোসেন (৫৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর টাকা-পয়সা খোয়া গেছে।
Advertisement
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর পাকস্থলী ওয়াশ করে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তাকে নিয়ে আসা ইলিয়াস বলেন, জামাল হোসেন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী। টাকা-পয়সা নিয়ে টেকনিক্যাল থেকে ওয়েলকাম পরিবহন বাসে কারওয়ান বাজারে যাচ্ছিলেন। বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে সুকৌশলে অচেতন করে কাছে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, বাসের হেলপাররা আরামবাগ এলাকায় তাকে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। তার কাছ থেকে কত টাকা খোয়া গেছে সুস্থ হলে বলা যাবে।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক কাঁচামাল ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে।
এমআরএম/জেআইএম