ঝিনাইদহে গত বছর জুলাই আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর ছাত্রলীগ ও যুবলীগের চালানো হামলার ভিডিও ফেসবুকে প্রচার করায় শিমুল হোসেন (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তেভোগী।
Advertisement
এ ঘটনায় বুধবার (১৬ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেন শিমুল হোসাইন। হুমকির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজিব হোসেন শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের আনজির হোসেনের ছেলে। তিনি গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।
সাধারণ ডায়েরিতে শিমুল হোসেন উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি অনলাইন এ্যক্টিভিস্ট হিসেবে কাজ করছেন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তিনি শহরের ২ নম্বর পানির ট্যাংকি পাড়ায় নিজের ‘শিমুল মিডিয়া’ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। ওই সময় ছাত্রলীগের ঝিনাইদহ জেলা সভাপতি সজিব হোসেন ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে কেন ভিডিও শেয়ার করা হয়েছে জানতে চান।
Advertisement
জবাবে শিমুল বলেন, এই ভিডিও সবাই শেয়ার করছে। আমি করলে দোষ কী? ছাত্রলীগ নেতা সজিব এসময় বলেন, সবাই করুক তুই করবি ক্যান? এক পর্যায়ে হুমকি দিয়ে সজিব হোসেন বলেন, জুলাই তো আরও আসবে, সামনের জুলাই তুই কনে থাকবি? তোমার চোখে গুলি করে হত্যা করা হবে।
হুমকি সম্বলিত অডিও কল রেকর্ড বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জুলাই আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার মধ্যরাতে শিমুল হোসেন ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন। যার জিডি নং-১০৩৭।
অনলাইন অ্যাক্টিভিস্ট শিমুল হোসেন গত বছরের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার সমন্বয়ক এলমা খাতুনের স্বামী। তিনি ভিডিও এডিটিং ও অনলাইন মিডিয়ায় কাজ করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার অভিযোগটি তদন্ত করছেন। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।
Advertisement
শাহজাহান নবীন/এমএন/জেআইএম