জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’- তে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হবে।
Advertisement
আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে এর আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান।
আরও পড়ুন
তথ্য পেতে বাধা দেওয়ার শাস্তি বাড়ছে ৫ গুণ গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে নাএতে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ ও ‘জুলাই বীরগাঁথা’ শিরোনামের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। থাকবে জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি যোদ্ধাদের স্মৃতিচারণ। এরপর জুলাইয়ের গান পরিবেশন করবেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল র্যাপার কালেক্টিভ ও আর্টসেল।
Advertisement
জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হবে জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ‘ড্রোন শো’।
অনুষ্ঠানে স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার অংশগ্রহণ প্রত্যাশা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আরএমএম/কেএসআর/এমএস
Advertisement