রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে প্রায় ১ ঘণ্টার ব্যবধানে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যার খবর পাওয়া গেছে।
Advertisement
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও আদাবরের নবোদয় হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জাগো নিউজকে বলেন, চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা আল আমিন ওরফে পাতা আল আমিন নামে একজনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একজন আটক আছেন।
এর এক ঘণ্টা পর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে ইব্রাহিম নামে একজনকে গুলি করে হত্যা করা হয়।
Advertisement
জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জাগো নিউজকে বলেন, আদাবরে গুলি করে পালিয়ে যাওয়ার সময় সজীব ও রুবেল নামে দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে নিহত ইব্রাহিম গাড়িচালক ছিলেন। নবোদয় হাউজিংয়ের ৬/এ সড়কের ১০ নম্বর বাসার তিনতলায় তিনি ভাড়া থাকতেন। তার একটি মেয়ে রয়েছে।
টিটি/এএমএ
Advertisement