বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
কারাগারে চাপ কমাতে ১০ হাজার বন্দিকে মুক্তি দেবে ইতালি
কারাগারে চাপ কমাতে প্রায় ১০ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে ইতালি। ইতালির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রায় ১০ হাজার ১০৫ জন বন্দি বিকল্প শাস্তির আওতায় মুক্তির উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছেন।
ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের ওপর নজর রাখছে রাশিয়া: ক্রেমলিন
Advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দেওয়ার পর রাশিয়া জানিয়েছে তারা পশ্চিমা দেশগুলোর এই কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বুধবার এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: আয়াতুল্লাহ খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যদি আবার কোনো সামরিক হামলা চালানো হয়, তাহলে ইরান বড় জবাব দিতে প্রস্তুত রয়েছে। বুধবার (১৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
পাকিস্তানি এয়ারলাইনসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো যুক্তরাজ্য
Advertisement
যুক্তরাজ্য পাকিস্তানকে তার এয়ার সেফটি লিস্ট থেকে বাদ দিয়েছে। এর ফলে এখন থেকে পাকিস্তানি এয়ারলাইনস যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করতে পারবে। ইসলামাবাদে অবস্থিত ব্রিটিশ হাই কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি হামলায় দামেস্কে সিরিয়ার সেনা সদর দপ্তরে বিস্ফোরণ
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদর দপ্তরের প্রবেশদ্বারে হামলা চালিয়েছে। এই ঘোষণার কিছু সময় আগেই দামেস্ক শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
চীনের সমর্থনের প্রশংসা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের নীতিগত ও সক্রিয় অবস্থানের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির সঙ্গে তেহরান দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ইন্দোনেশিয়া। এর ফলে যুক্তরাষ্ট্রের উচ্চহারের পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) নতুন চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।
গাজায় গণহত্যার ভিডিও দিয়ে ‘অস্ত্রের বিজ্ঞাপন’ ইসরায়েলি কোম্পানির
গাজায় নৃশংসতা ও বর্বরতার সব সীমাই একের পর এক অতিক্রম করে চলেছে ইসরায়েল। প্রতিনিয়ত বর্বরতার নিত্যনতুন নজির স্থাপন করছে তারা। এরই মধ্যে গাজায় গণহত্যার ভিডিও দিয়ে অস্ত্রের বিজ্ঞাপন দিয়েছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল।
গোপন কর্মসূচিতে যুক্তরাজ্যে নেওয়া হয় হাজার হাজার আফগানকে
এক ব্রিটিশ কর্মকর্তা অনিচ্ছাকৃতভাবে আফগান আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার পর, গোপন একটি পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার আফগানকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। সে বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে।
এমএসএম/এমএস