দেশজুড়ে

ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে: দুলু

ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে: দুলু

নিজেদের সব বিভেদ ভুলে গিয়ে সবাইকে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Advertisement

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা নষ্ট হচ্ছে। যে বন্ধন ছিল তাতে ফাটল ধরছে। এতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুবিধা নিচ্ছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে মুষলধারে বৃষ্টির মধ্যে শহরের কানাইখালিতে জুলাই শহীদদের স্মরণে নাটোর জেলা ছাত্রদল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা প্রসঙ্গে দুলু বলেন, ফ্যাসিস্ট বিরোধী শক্তির ঐক্যে ফাটলের সুযোগ নিয়েই গোপালগঞ্জে আজ এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলার সাহস দেখিয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

Advertisement

নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাসিম উদ্দীন নাসিম প্রমুখ।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস