নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এখনো ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। যদি কমিশন মনে করে পরে অন্তর্ভুক্ত করবে, এটা কমিশনের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।
Advertisement
বুধবার (১৬ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে গণ–অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছে। এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ রাখা হয়েছে।
ইসি সচিব বলেন, নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। এটা কেউ ব্যবহার করতে পারবে না।
Advertisement
আখতার আহমেদ বলেন, ‘প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে।’ তিনি দাবি করেন, কমিশনের ওপর কোনো চাপ নেই। কমিশন মনে করেছে এটা সরিয়ে রাখা ভালো হবে।
১২ মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ইসি। এর আজ সকালে আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।
নৌকা প্রতীক বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগেই বলেছেন, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে। এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক তালিকা থেকে বাদ দেব না।
সচিব বলেন, জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার যে প্রজ্ঞাপন হয়েছে তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।
Advertisement
এমওএস/এমএএইচ/এমএস