আন্তর্জাতিক

কারাগারে চাপ কমাতে ১০ হাজার বন্দিকে মুক্তি দেবে ইতালি

কারাগারে চাপ কমাতে ১০ হাজার বন্দিকে মুক্তি দেবে ইতালি

কারাগারে চাপ কমাতে প্রায় ১০ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে ইতালি। দেশটির আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রায় ১০ হাজার ১০৫ জন বন্দি বিকল্প শাস্তির আওতায় মুক্তির উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছেন।

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, যেসব বন্দির চূড়ান্ত সাজা হয়েছে, পাশাপাশি দুই বছরের কম সময় কারাদণ্ড বাকী রয়েছে এবং গত এক বছরে কোনো গুরুতর শৃঙ্খলাভঙ্গ করেননি, তারা এই সুযোগের আওতায় আসবেন।

তবে সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, ধর্ষণ, মানবপাচার ও অপহরণের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্তদের এ সুযোগের বাইরে রাখা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন>

Advertisement

ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের ওপর নজর রাখছে রাশিয়া: ক্রেমলিন যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: আয়াতুল্লাহ খামেনি

বিশ্বের কারাগার পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ অনুসারে, কারাগারে ধারণক্ষমতার তুলনায় ইতালির বন্দি সংখ্যা প্রায় ১২২ শতাংশ, যা ইউরোপের মধ্যে অন্যতম। 

গত কয়েক মাসে ইতালির কারাগারে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাওয়া এবং গ্রীষ্মের তীব্র গরমে শীততাপ নিয়ন্ত্রণের অভাব নিয়ে তীব্র সমালোচনা উঠেছে। এসব পরিস্থিতির কারণে বন্দিদের অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে আইন মন্ত্রণালয় জানিয়েছে, এই মুক্তি প্রক্রিয়া রাতারাতি হবে না। এর জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা কারাগার কর্তৃপক্ষ ও প্রবেশন বিচারকদের সঙ্গে সমন্বয় করে বন্দিদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। টাস্কফোর্সটি সপ্তাহে একবার বৈঠক করবে এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে অগ্রগতি রিপোর্ট দেবে।

এই পদক্ষেপের মাধ্যমে সরকার আশা করছে, কারাগারের চাপ কমবে এবং বন্দিদের জীবনমান উন্নত হবে। তবে রাজনৈতিকভাবে এটি একটি সংবেদনশীল ইস্যু বলেও মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

সূত্র: রয়টার্স

এমএসএম/টিটিএন