জাতীয়

ভূমি রেজিস্ট্রেশন অফিস সহসা ভূমি মন্ত্রণালয়ে যাচ্ছে না!

ভূমি রেজিস্ট্রেশন অফিস সহসা ভূমি মন্ত্রণালয়ে যাচ্ছে না!

ভূমি রেজিস্ট্রেশন অফিসকে আইন ও বিচার মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করতে আশু সংস্কারের অংশ হিসেবে দ্রুত সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কারবিষয়ক কমিশন। কিন্তু আইন ও বিচার বিভাগের প্রতিনিধি বিষয়টি আশু বাস্তবায়নযোগ্য নয় বলে মতামত দিয়েছেন। এ বিষয়ে ঐকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement

সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নবিষয়ক দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার বিষয়ে বলা হয়েছিল, ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে। অন্যদিকে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। ভূমি ব্যবস্থাপনা ও হস্তান্তর সংক্রান্ত দুটি আলাদা অফিস থাকায় জনদুর্ভোগ ও জটিলতা বৃদ্ধি পায়। এমতাবস্থায় এরূপ দ্বৈত ব্যবস্থাপনা বাতিল করে ভূমি রেজিস্ট্রেশন অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করা হলো।

এদিকে সোমবার বাস্তবায়ন কমিটির বৈঠকে বলা হয়, বিষয়টি অত্যন্ত গুরত্বপূর্ণ। ভূমি ব্যবস্থাপনা ও ভূমি রেজিস্ট্রেশন দুটি আলাদা মন্ত্রণালয়ের অধীন থাকায় জনদুর্ভোগ হচ্ছে। দুটি বিষয় একত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন থাকলে প্রসেস অটোমেশন ও সার্ভিস সিম্পলিফিকেশরেনর মাধ্যমে এই সমস্যাটি সহজে সমাধান করা সম্ভব হবে।

Advertisement

তবে আইন ও বিচার বিভাগের প্রতিনিধি বিষয়টি আশু বাস্তবায়নযোগ্য নয় বলে মতামত ব্যক্ত করেন। এরপর সভায় উপস্থিত সকলে এ বিষয়ে ঐকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে একমত পোষণ করেন।

এমইউ/বিএ/এমএস