রাজনীতি

এবার ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

এবার ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। এসময় ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

Advertisement

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের নেতারা।

আরও পড়ুন

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা

তাদের অভিযোগ, পুলিশ সমাবেশের বিষয়ে জানলেও আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেনি। এজন্য আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলার ঘটনা ঘটিয়েছে।

Advertisement

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকরীদের আইনের আওতায় না আনলে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

এনএস/কেএসআর/এমএস