খেলাধুলা

টাইগার একাদশে দুই পরিবর্তন

টাইগার একাদশে দুই পরিবর্তন

সিরিজ নির্ধারণী লড়াই। কলম্বোয় অঘোষিত এই ফাইনালে টস হেরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।

Advertisement

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলে একাদশে এসেছেন অফস্পিনার শেখ মেহেদী এবং পেসার তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশপাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, চারিথ আশালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকসানা, জেফ্রে ভেন্ডারসে, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।

Advertisement

এমএমআর/এএসএম