এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কুমিল্লার কোহিনুরের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. মহিউদিন লিটন।
Advertisement
মঙ্গলবার (১৫ জুন) অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এ তথ্য জানান।
অধ্যক্ষ বলেন, ‘জিপিএ-৫ পেয়েও পড়ালেখা অনিশ্চিত কোহিনুরের—এমন একটি প্রকাশিত সংবাদ আমার নজরে আসে। পরে খোঁজ খবর নিয়ে দেখি কোহিনুর আক্তার সত্যিই দরিদ্র পরিবারের সন্তান এবং সম্ভাবনাময়ী এক শিক্ষার্থী। তাই কলেজের পক্ষ থেকে তার বইখাতা থেকে শুরু করে থাকা-খাওয়া এবং মাসিক এক হাজার টাকার বৃত্তির ব্যবস্থা করেছি। আমরা তার সাফল্য কামনা করছি।’
এ বিষয়ে কোহিনুর আক্তার বলেন, ‘ভালো ফলাফল করেও মনে তেমন আনন্দ ছিল না। কারণ পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। আমার প্রবল ইচ্ছা ছিল এইচএসসি পাস করে ডাক্তারি পড়বো। কিন্তু রিকশাচালক বাবার পক্ষে কোনোভাবেই আমার স্বপ্ন করা সম্ভব নয়। গত কয়েকদিন এ চিন্তায় নির্ঘুম রাত কেটেছে। অবশেষে সুখবর পেলাম মহিউদিন স্যার আমার পড়ালেখার সম্পন্ন দায়িত্ব নিতে চান। খবর পেয়ে কুমিল্লায় গিয়ে কলেজ ও হোস্টেল দেখে এসেছি।’
Advertisement
কোহিনুরের মা রেহেনা বেগম বলেন, ‘মেয়ে কীভাবে পড়ালেখা চালিয়ে নেবে সেই চিন্তায় ছিলাম। প্রতিবার নামাজ শেষে আল্লাহর কাছে বলতাম, আমার মেয়ের পড়ালেখার দায়িত্ব যেন কাউকে নিয়ে দেন। অবশেষে অধ্যক্ষ মহিউদিন লিটন স্যার আমার মেয়ের পড়ালেখার সব দায়িত্ব নিয়েছেন। এজন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।’
এরআগে রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় কোহিনুর আক্তারকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।
প্রতিবেদনে বলা হয়, কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ অর্জন করেছে কোহিনুর। অসম্ভব মেধাবী এই শিক্ষার্থীর পড়ালেখা সামনের দিকে চালিয়ে নিতে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। অটোরিকশাচালক বাবা আবদুল কাদেরের পক্ষে মেয়ের পড়ালেখা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। মেয়ের পড়ালেখা চালিয়ে নিতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে জানা গেছে, পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৩ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে কোহিনুর আক্তার।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম