গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
Advertisement
বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। এসময় প্রায় ২০ মিনিট অবরোধ সড়ক অবরোধ করে রাখেন তারা।
গণতান্ত্রিক ছাত্র সংসদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ‘জুলাই যোদ্ধাদের’ জিম্মি করে দলবদ্ধ হামলা চালিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি এই সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনেন এবং উল্টো তাদের পুনর্বাসন করেন, তাহলে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে, তা আরও ভয়াবহ হয়ে উঠবে। এই হামলার প্রতিবাদে এবং সারাদেশে ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অবস্থান নিয়েছি।
সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ব্লকেড কর্মসূচি চলছে। আমরা দেখেছি গোপালগঞ্জে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা বলতে চাই ছাত্র জনতা এখনো রাজপথ ছেড়ে যায়নি।
Advertisement
সৈকত ইসলাম/এএইচ/এমএস