বর্ষাকাল মানেই বৃষ্টির ধারা, জমে থাকা পানি, আর কিছুটা বিপদের আশঙ্কা। বিশেষ করে বাড়ির আশেপাশে পানি জমে থাকলে সাপের উপদ্রব বেড়ে যাওয়ার ভয় থাকে।
Advertisement
প্রতি বছর বর্ষার সময় দেশের বিভিন্ন অঞ্চলে বসতবাড়িতে সাপ ঢোকার ঘটনা বেড়ে যায়। বিশেষত দক্ষিণাঞ্চল, চরাঞ্চল, নিচু এলাকা ও বনভূমি সংলগ্ন গ্রামগুলোতে এটি বেশি দেখা যায়।
সাধারণত সাপ আশ্রয় ও খাদ্যের সন্ধানে ঘরবাড়িতে আসে। বন্যা বা অতিবৃষ্টিতে যখন তাদের স্বাভাবিক বাসস্থান ডুবে যায়, তখন তারা মানুষের আশেপাশে আশ্রয় খোঁজে। অন্যদিকে, ইঁদুর বা ব্যাঙের মতো খাবারও যদি আপনার ঘরে থাকে, তবে সেটি সাপের আগমনের কারণ হতে পারে।
সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে যেসব কাজ করবেন- ১. বাড়ির চারপাশ পরিষ্কার রাখুনগর্ত, ঝোপঝাড়, ঘাস বা পচা পাতা জমে থাকতে দেবেন না। বিশেষ করে বাড়ির পেছনের দিকে ও রান্নাঘরের আশেপাশে নিয়মিত ঝাড়ু দিন।
Advertisement
সাপ সাধারণত এসব প্রাণীর সন্ধানে আসে। তাই খাবার ভালোভাবে ঢেকে রাখুন। বাসায় ইঁদুরের উপদ্রব থাকলে দেরি না করে ব্যবস্থা নিন।
৩. বাড়ির দেয়ালে ও জানালায় ফাটল থাকলে বন্ধ করুনসাপ খুব সহজেই সরু ফাটল দিয়ে ঢুকে যেতে পারে। দরজার নিচে রাবার সিল বা মোটা কাপড় গুঁজে দিন বর্ষাকালে।
৪. রাতে বাইরে হাঁটার সময় আলো ব্যবহার করুনটর্চ বা মোবাইলের আলো ব্যবহার করে হাঁটুন, যাতে পা ফেলার জায়গা দেখা যায়। বিশেষ করে খোলা টয়লেট, টিনশেড উঠোন বা খড়-কুটোর ওপর দিয়ে হাঁটবেন না।
৫. সাপ তাড়ানোর ঘরোয়া পদ্ধতিনাফথালিন বা ফিনাইল বল বাড়ির কোণে ছড়িয়ে দিন। নিমতেল বা কেরোসিন গন্ধও অনেক সময় সাপকে দূরে রাখে। কিছু অঞ্চলে সরিষার তেল বা ছাই ছিটিয়ে রাখাও প্রচলিত।
Advertisement
>> সাপ দেখতে পেলে আতঙ্কিত হয়ে দৌড়াবেন না।
>> নিজে হাতে সাপ মারতে যাবেন না যদি আপনি প্রশিক্ষণপ্রাপ্ত না হন।
>> বর্ষার সময় শিশুদের একা বাইরে যেতে দেবেন না।
>> যদি সাপে কাটে যতটা সম্ভব রোগীকে স্থির রাখুন।
>> ঝাড়ফুঁক বা অপ্রমাণিত চিকিৎসায় সময় নষ্ট করবেন না। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
বর্ষায় বসতবাড়িতে সাপের বাসা খোঁজার প্রবণতা বেশি দেখা যায়। সাপের প্রজাতি অনুযায়ী তাদের আচরণ ভিন্ন হয়, তাই সতর্কতা সবার ক্ষেত্রেই প্রয়োজন। তাই ঘর নির্মাণ বা সংস্কারের সময় মেঝের নিচে বা দেয়ালে ফাঁকা স্থান রাখবেন না।
সূত্র: ইউএনবি
এএমপি/এমএস